যারা এখোনো MPO আবেদন করতে পারেন নাই। তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোজাম্মেল হোসেন। । Lecturer-ICT. কাহারোল মহিলা ডিগ্রী কলেজ। ০১৭৩৭৩৩৪৩১২
Golam Rosul, ১১ অক্টোবর, ২০২৪
এমপিও আবেদনে এতটা ভোগান্তি ইতিপূর্বে হয়নি। প্রয়োজেনে বিভাগ ভিত্তিক কাজ করার নির্দেশ দেয়া উচিৎ।
A.H.M.SHAID IMAM, ১১ অক্টোবর, ২০২৪
রাজশাহী অঞ্চলেও এমপিও সংক্রান্ত সকল কাজেই চরম ভোগান্তি। লগ ইন করে ড্যাশবোর্ডে সহজেই যাওয়া যাচ্ছে, কিন্তু ৬ ধাপে প্রয়োজনীয় কাগজপত্রাদি এটাচমেন্ট দিতে দীর্ঘ সময় লাগছে/কোনভাবেই সম্ভব হচ্ছে না। অথ সময় বাড়ালেও কাজের কাজটি যথা সময়ে করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মাউশি অধিদপ্তর কেন বিষয়টি আমলে নিচ্ছেন না, তা আমার বোধগম্য নয়।