মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এ, এইচ,এম শহীদুল্লাহ, ১২ অক্টোবর, ২০২৪
ছবিতে যা দেখা যাচ্ছে বাস্তবে চিত্রটি তেমন নয় আমার যা মনে হয়েছে। এটা শ্রেণি কক্ষ কিনা। যদি শ্রেণি কক্ষ হয়েও থাকে তা হলেও পাঠদানের সময় নয়। হয়তো প্রাইভেট পড়ানোর সময় হতে পারে। আর যাই হোক একজ়ন শিক্ষক যত অবিবেচক আচরন করুক না কেন শ্রেণি কক্ষে কেউ কি শুয়ে পড়ে (কোন অসুবিধা না হলে ।)? আমরা সব কিছু সব সময় সমালোচনার চোখে দেখি। এমনকি বহুল প্রচারিত, বড় বড় পত্রিকার সুনাম খ্যাত সাংবাদিক,, তাদেরও দেখেছি এমন এমন নিউজ করে, যার চেয়ে শতগুন সমস্যা আমাদের সমাজে রয়েছে। সে সব বিষয়ে আলোকপাত না করে সমাজের ছোট খাট বিষয় নিয়ে হৈ চৈ করে যার কারনে বড় সমস্যাগুলো চাপা পড়ে যায়। একটা কথা মনে রাখা দরকার "জীবন সব সময় শিল্প ও সাহিত্যের মাপ কাঠি মেনে চলে না"।