মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nimai Chandra sana, ০১ নভেম্বর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে সমুহে ntcrএর মাধ্যমে নিয়োগ দান এবং কমপক্ষে১০,% বাড়ি ভাড়া ভাতা প্রদান করে সকল পর্যায়ে বদলির ব্যবস্থা চালু করলে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে ।
Nimai Chandra sana, ৩১ অক্টোবর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রশাসনিক পদে ntrc-এর মাধ্যমে নিয়োগ দান এবং কমপক্ষে ১০,% বাড়ি ভাড়া ভাতা প্রদান করে বদলির ব্যবস্থা করলে শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে । সরকার বাহাদুরের সু-দৃষ্টি কামনা করি।
Shahidul Islam, ৩০ অক্টোবর, ২০২৪
নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একযোগে এমপিওভুক্ত করা হোক, এটাই সকলের কামনা বাসনা।
M. SOHEL RANA, ৩০ অক্টোবর, ২০২৪
কিভাবে খুঁজে পাব আমার এলাকায় কেউ আছে নাকি???? ফাউল সিস্টেম। বিগত নাস্তিক সরকার সবকিছুকে বাদ করে দিয়ে চলে গেছে।
মোহাম্মদ আবু মুছা, ৩০ অক্টোবর, ২০২৪
হাসিনা সরকারের কি দোষ ছিল? তোরা যদি সেই পথেই হাটবি,কেন দেশটাকে বদলালো? তোদের প্রতিরইলো চরম অভিশাপ আমাদের নিয়ে ছলছাতুরি করার জন্য। তোদের জু"তা পেটা করলেও স্বাদমিটবেনা!
মোহাম্মদ আবু মুছা, ৩০ অক্টোবর, ২০২৪
এই প্রহসনের জন্য তোদের প্রতিরইলো অভিশাপ। আল্লাহ তোদের বিচার করুক।আমরা কমিটির নিয়োগরা বদলি হওয়ার সিস্টেম ছিল।কিন্তু তোরা সেটা বন্ধ করলি। আর যাদের বদলির সিস্টেমই নাই,তাদেরও করলি কিন্তু যেটা কেহই উপকৃত হবে না।
মোহাম্মদ আবু মুছা, ৩০ অক্টোবর, ২০২৪
হাসিনা সরকারের কি দোষ ছিল? তোরা যদি সেই পথেই হাটবি,কেন দেশটাকে বদলালো? তোদের প্রতিরইলো চরম অভিশাপ আমাদের নিয়ে ছলছাতুরি করার জন্য। তোদের জু"তা পেটা করলেও স্বাদমিটবেনা!
Khalil Master, ৩০ অক্টোবর, ২০২৪
যেই নিয়মে কেউ বদলি হতে পারবে না সেই নিয়ম বিধি করা যে প্রহসন, সেটা কর্তা ব্যক্তিরা না বুঝলেও আমরা ঠিকই বুঝতে পারছি। দয়া করে এগুলো বন্ধ করুন। নিয়োগ যেভাবেই হোক সবাই শিক্ষক, সবাই সমান অধিকার পাবে। সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে কোন যুক্তিতে এটা করতে পারেন। বদলি হবে শূন্য পদের বিপরীতে। আমাদের প্রতিষ্ঠানে একটি পদ শূন্য হবে - আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করবো- ইন্ডেক্স ধারী আগ্রহী গণ একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত আবেদন করবেন - আমরা যেকোন একজনকে নিয়োগ দিয়ে দিবো। এই ভাবে শূন্য পদ আমরা পূরণ করবো, এটাই হবে বৈষম্য মুক্ত বদলি প্রক্রিয়া। তারপর এনটিআরসিএ তাদের কার্যক্রম করবেন।
মোহাম্মাদ আবু তাহের, ৩০ অক্টোবর, ২০২৪
বৈষম্যবিহীন বাংলায় এটা চরম বৈষম্য।
Md. Badsha Ali, ৩০ অক্টোবর, ২০২৪
ঘৃণাভরে এই অথর্ব ও অকার্যকর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি অতি দ্রুত শূন্য পদের বিপরীতে বদলি কার্যকর করতে সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ ও কার্যকরের দাবি জানাচ্ছি।
Mohammad Shahinoor Rahman, ৩০ অক্টোবর, ২০২৪
The so called mutual transfer system is nothing but a great farcical trick with the indexed teachers because through this, no one will be benefitted at all. So, the people who are the masterminds behind formulating and publishing such a discriminatory and unacceptable transfer circulation should immediately step down from their posts. We strongly demanding a comprehensive transfer system through which we, the indexed teachers, can apply against the vacant posts as per our wishes. Otherwise, both curse and hatred will be on them..... Finally we all can say,"What a bullshit transfer circulation it is!"
DELOWAR HOSSAIN, ৩০ অক্টোবর, ২০২৪
পারষ্পরিক বদলি করা না করা সমান সমান।এটি প্রহসন।
মোঃ আরিফুল ইসলাম, ৩০ অক্টোবর, ২০২৪
প্রহসনের একটা মাএা থাকা উচিত।প্রশিক্ষিত শয়তানি ছাড়া আর কিছুই না।
Mohammad Shahinoor Rahman, ২৯ অক্টোবর, ২০২৪
At first we, the indexed teachers, are turning it down with our utmost detest/hatred and throwing it towards those concerned in publishing such a rubbish, meaningless and illogical circular of mutual transfer for the indexed teachers because, no doubt, the people concerned in this regard are nothing but the worst spirits of the previous fascist Awami-regime who have made the transfer process so complex for the indexed teachers. We are strongly demanding the quick resignation of these orthodox and adamant people who have utterly failed to formulate an acceptable transfer policy for the indexed teachers. So, we immediately want to see a revised circulation through which all the indexed teachers all over the country can apply against the vacant posts as we could do so in the 2nd and 3rd cycles of recruitment by the NTRCA. Finally, we are humbly drawing the kind attention of our respected education advisers and others concerned for an immediate solution to this on going problem for a long time. Otherwise we will consider them all as nothing but the old wine of the previous fascist government in a new bottle of the present interim regime...
ali highder, ২৯ অক্টোবর, ২০২৪
একটা কথা আছে হাতে মারবো না ভাতে মারবো শিক্ষকদের সাথে এমন বৈষম্যমূলক আচরণ উপরের বাক্যের সাথে মিলে যায় আমি এর তীব্র নিন্দা জানাই এবং শূন্য পদে পদে চাই,।যেখানে থাকবে না কোন বৈষম্য
A.Salam Mallik, ২৯ অক্টোবর, ২০২৪
অভাবের অসামঞ্জস্যতা: দ্রব্য বিনিময় প্রথার একটি বড় অসুবিধা হল অভাবের অসামঞ্জস্যতা। অর্থাৎ একজন ব্যক্তি তার আটার বিনিময়ে মাংস পেতে চাইলেও মাংস বিক্রেতার যদি আটার প্রয়োজন না থাকে, তাহলে আটা ও মাংসের বিনিময় সম্ভব হবে না। দ্রব্য বিনিময় প্রথা কার্যকর হতে হলে ক্রেতা ও বিক্রেতার অভাবগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়জন। বাস্তব ক্ষেত্রে এরূপ মিল হয় না।
MD. JAHANGIR KABIR, ২৯ অক্টোবর, ২০২৪
এম পি ও শিক্ষকদের জন্য বদলি। পদ্মা সেতু নির্মাণের থেকেও জটিল। বৈষম্যমুলক সিদ্ধান্ত এই সরকারে কাছে আশা করিনি। এক প্রতিষ্ঠান এক নীতি দরকার ছিলো। কমিটি দেন সরকার,, শিক্ষা নিতি করেন সরকার,বেতন দেন সরকার। বদলির বেলাতেই এক নীতি কেন না। কমিটির মাধ্যমে ডিজিই ত প্রতিনিধি দেন। সেই নিয়োগ কি সরকারের দেয়া নয়? শিক্ষক সমাজ এ নীতি মানে কি দেখার অপেক্ষায়।।।
MD. HABIB ULLAH, ২৯ অক্টোবর, ২০২৪
শুধু নেতৃত্বে পরিবর্তন আসছে, নীতিতে পরিবর্তন আসেনি। এটা তো আগের ওয়ালারাই করে গেছে।
S M Humaun Kabir, ২৯ অক্টোবর, ২০২৪
It's a flat discrimination. Justice delayed, justice denied! This denial of equal rights is likely to result in a negative impact on the standard of education, concerned teachers believe. They demand that the interim government reconsider all categories of mpo teachers transfer case.to end their unbeatable wait.
মোঃ নুরুজ্জামান খন্দকার, ২৯ অক্টোবর, ২০২৪
এটি একটি খন্ডিত ও বড় ধরনের বৈষম্যমুলক সিদ্ধান্ত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার ঘুরেফিরে সেই বৈষম্যমূলক আচরণ ই করছে। এই প্রজ্ঞাপন বাতিল করে সার্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানাচ্ছি। যেখানে সর্বস্তরের শিক্ষক ( স্কুল, কলেজ কিংবা মাদরাসা সকল শিক্ষাপ্রতিষ্ঠান) এর বদলির সুযোগ থাকতে হবে।
Md.Suman Hossain, ২৯ অক্টোবর, ২০২৪
এই খবরটাই শুধু সঠিক।
মোঃ সোলায়মান হোসাইন, ২৯ অক্টোবর, ২০২৪
থাপড়াইয়া দাঁত ফেলাইয়া দিবার মন চাইছে।
শেখ মোঃ মিলন আলী, ২৯ অক্টোবর, ২০২৪
ঘৃণাভরে এই অথর্ব ও অকার্যকর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি অতি দ্রুত শূন্য পদের বিপরীতে বদলি কার্যকর করতে সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ ও কার্যকরের দাবি জানাচ্ছি।