মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ অলিউল্লাহ্, ০৭ নভেম্বর, ২০২৪
১। সার্বজনীন বদলি চাই। ২। চাকুরির ২ বছর পূর্ণ হলেই বদলির সুযোগ চই।
মোঃ মনিরুল ইসলাম, ০২ নভেম্বর, ২০২৪
একটা তামাশা শুর হইছে!
mithila nishat, ০২ নভেম্বর, ২০২৪
সর্বজনীন বদ‌লি চালু করার দাবী জানাই, ৫ বছর হ‌লেই সকল শিক্ষক‌কে বদ‌লি করা চাই। এতে কো‌চিং, প্রাইভেট বা‌নিজ‌্য ক‌মে আস‌বে, শিক্ষার মানও বাড়‌বে। দুই বছর পর বদ‌লি তাও জীব‌নে একবার, তাহ‌লে এই দুইবছর তো মন দি‌য়ে পড়া‌বেই না উল্টা বা‌কি জীবন কো‌চিং বা‌নিজ‌্য কর‌বে,
Md. Kazal Islam, ০২ নভেম্বর, ২০২৪
একজন শিক্ষিত লোক অন্য একজন শিক্ষিত লোকের সাথে মসকরা করে কীভাবে তার একটি জ্বলন্ত উদাহারণ এই নামমাত্র বদলি ব্যবস্থা। আমি স্কুল কলেজের শিক্ষক না কিন্তু এনটিআরসিএ-এর একজন নিবন্ধিত শিক্ষক। তাই বে-সরকারি স্কুল কলেজ সম্পর্কে আমার ধারণা আছে। একজন সচেতন নাগরিক ও একজন শিক্ষক (অবসরপ্রাপ্ত) এর সন্তান হিসেবে বে-সরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এমন দুরবস্থা মেনে নেয়া যায় না।
Abdur Rouf, ০২ নভেম্বর, ২০২৪
Thank u for Taking Significant, formative , Thoughtful , Contemporary and valuable Decision..
Nimai Chandra sana, ০২ নভেম্বর, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রশাসনিক পদে ntrc-এর মাধ্যমে নিয়োগ দান এবং শিক্ষকদের বদলির ব্যবস্থা করলে তবেই শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এক্ষেত্রে ১০% বাড়ি ভাড়া ভাতা দিয়ে শুরু করা যেতে পারে এবং প্রতি বছর বাজেটে বাড়ানো যায়।
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০২ নভেম্বর, ২০২৪
মাদ্রাসা শিক্ষকদের ৮ম গ্রেডের অনুমোদন আদৌ কি হবে ?
এ, এইচ,এম শহীদুল্লাহ, ০১ নভেম্বর, ২০২৪
এ রকম বদলী চালু করার কোন প্রয়োজন ছিল না।
মো. নেয়ামত উল্যাহ। প্রভাষক (আরবি), পালাখাল ছালেহিয়া সিনিয়র মাদ্রাসা। কচুয়া, চাঁদপুর । ০১৮১৯০৯৯১২৭, ০১ নভেম্বর, ২০২৪
বাঁশ না দেয়ার লোককে বলে রবি বারে আসিস। এরকম হয়েছে এমপিও শিক্ষকদের বদলি নীতি।