পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের কোন সহকারী শিক্ষক নেই! তাদের পদবী সম্পর্কে আগে জানুন। তারা ১০ম গ্রেডের এটা ঠিক কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত স্নাতক সাথে শিক্ষা বিষয়ক ডিগ্রি (বিএড)। তাদেরকে পিএসসির প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোয়ালিফাই করে আসতে হয়। উভয়েরই একই কারিকুলামে পাঠদান করতে হয়, এটা ঠিক তবে পরীক্ষণ বিদ্যালয় একটি ল্যাবরোটারি স্কুল।
সরকারি হাইস্কুল ও এমপিওভূক্ত হাইস্কুলে একই কারিকুলামে পড়ানো হয়। তাদের বেতন ও সম্মানের বিষয়ও একটু কথা বলা প্রয়োজন। শুধু নিজেদেরটা বললে বিষয়টা একটু দৃষ্টি কটু লাগে।