মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Abdul kader, ১২ নভেম্বর, ২০২৪
ইউ এন ও স্যার নিয়োগ না দিলে সভাপতি পদ রদবদল করা উচিত।
Md.Abdul kader, ১২ নভেম্বর, ২০২৪
কিছু কিছু ইউ এন ও স্যার নিয়োগ দিতে রাজি নয় তিনি শুধু বেতন বিলে স্বাক্ষর করেন।
মুহাম্মদ আবু তাহের ফারুকী, ০৫ নভেম্বর, ২০২৪
এনটিআরসিএ এর ওয়েবসাইটে ই-রিকুইজেশান দেওয়া যাচ্ছে না কেন ?
মোঃআবু সায়েম, ০৫ নভেম্বর, ২০২৪
শুধু জেনারেলে নাই?এই হইল নতুন বাংলাদেশ?
AKTERUZZAMAN, ০৫ নভেম্বর, ২০২৪
আমার জানা মতে, অনেক মাদ্রাসায় অধ্যক্ষ,, উপাধ্যক্ষ, অদিস ষ্টাফ সহ অনেক পদ শুন্য। অনেক প্রতিষ্ঠানে বিগত ফেসিষ্ট সরকারে উপজেলা চেয়ারম্যান এর দোষর ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ দিয়েছে । যরা ৭ /৮ কিংবা তার চেয়ে বেশী সময় ধরে এক নায়কতন্ত্র কায়দায় প্রতিষ্টান চদখল করে আছে। এরা এখনো আছে। প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষকদের হুমকি ধমকি, দিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। ঐ সকল প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত দের বাদ দিয়ে যোগ্য প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেবার জন্য, উপর মহলের মনোযোগ আকর্ষণ করছি ।
Nimai Chandra sana, ০৪ নভেম্বর, ২০২৪
Ntrca - এর মাধ্যমে সুপার, সহকারী সুপার নিয়োগ দেওয়া হলে দেশের বুঝি মস্তবড় ক্ষতি হয়ে যাবে। সরকার বাহাদুরের কাছে সবিনয় অনুরোধ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক পদ সমুহে যেন ntrca- এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় । কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে নিয়োগ বাণিজ্য কোন দিন বন্ধ হবে না।
Bellal Hossain, ০৪ নভেম্বর, ২০২৪
Nice