দয়া করে আমাদেরকে নন এমপিও অভিশাপ থেকে মুক্তি দিন। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন আমাদেরকে অতি শীঘ্রই এমপিওভুক্ত করার ব্যবস্থা করুন। শিক্ষা জাতির মেরুদন্ড এই দেশে শিক্ষকরা অভুক্ত থেকে কিভাবে জাতি গঠন করবে। বিশ্বের সকল উন্নত দেশ শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা টালমাটাল অবস্থা চলছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ শিক্ষাব্যবস্থা উন্নত করুন। নতুন সরকার কাছে বিনীত অনুরোধ যোগ্য সকল নন-এমপিও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আমরা ভীষণ কষ্টে আছি। আমরা ধর্মীয় উৎসবে খুবই মুশকিল পরি, কারণ আমাদের বেতন নেই তাই পরিবার ও আত্মীয়-স্বজনকে খুশি করতে পারি না। বিগত সরকার এমপিও খাতে বরাদ্দ রাখা সত্ত্বেও আমাদেরকে এমপি ভুক্ত করে নাই। তাই আমরা সেই অভিশাপ থেকে মুক্তি চাচ্ছি। দয়া করে সকল স্বীকৃতি প্রাপ্ত নন- এমপিওভক্ত সকল প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার ব্যবস্থা করুন।
Md. Badsha Ali, ০৩ ডিসেম্বর, ২০২৪
To Education Adviser
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করেন
Md.Badsha Ali