পিরোজপুরের স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শুক্রবার উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ডের নুরুল ইসলামের কনফেকশনারির দোকান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানা গেছে। সেখান থেকে পৃথক পৃথক ব্যক্তির মুদি, চা ও কনফেকশনারি, স্টেশনারী, ফার্মেসি, হোটেল, বরিশালের লোকাল বাসকাউন্টার মালামালসহ ১৩ ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আব্দুস সালাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বৈদ্যুত্যিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার ও নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।