ঝালকাঠির রাজাপুরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনিসিডিলসহ এক নারী গ্রেফতার হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বৃহস্পতিবার সকালে পৃথক দুইটি মামলায় তাকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার রোজিনা বেগম (২৮) কানুদাশকাঠি এলাকার মো. আল-আমিন হোসেনের স্ত্রী। স্বামী আল-আমিনকেও মামলা আসামি করা হয়েছে। তবে সে পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, রোজিনা বেগম ও তার স্বামী আল-আমিন দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে জানতে পেরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে আল-আমিনের বসত ঘর থেকে ১৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করে। তল্লাশী করার সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজও খুঁজে পান তারা। অভিযানের আগে আল-আমিন পালিয়ে গেলেও স্ত্রী রজিনা বেগম আটক হন।
এ ঘটনায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. ইশতিয়াক হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় অস্ত্র ও মাদকের আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, রজিনাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।