বিনা অনুমতিতে অঙ্গ বিক্রির অভিযোগে আমেরিকার বিখ্যাত হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গ ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার পেনসিলভেনিয়ার আইনজীবীর এ তথ্য জানান।
এ নিয়ে এক বিবৃতিতে মিডল ডিস্ট্রিক্ট অফ পেনসিলভেনিয়ার অ্যাটর্নি জেরার্ড কারাম বলেন, সেড্রিক লজ নামের ৫৫ বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অঙ্গ পাচারের অভিযোগ আনা হয়েছে।
আইনজীবীরা জানান, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত লজ গবেষণার জন্য দান করা অঙ্গ চুরি করে বিক্রি করতেন। তিনি বোস্টনের হার্ভার্ড থেকে অঙ্গগুলো নিউ হ্যাম্পশায়ারের গফসটাউনে নিজ বাড়িতে নিয়ে রাখতেন। এ ঘটনায় লজকের স্ত্রী ডেনিস লজ ও তাঁদের আরও পাঁচ সহযোগীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
অ্যাটর্নি অফিস জানায়, লজ ও তাঁর স্ত্রী ক্যাটরিনা ম্যাকলিন এবং জোশুয়া টেলরের নামে দুই অভিযুক্তের কাছে অঙ্গ বিক্রি করেন। পরে এ অঙ্গগুলো তারা আবার বেশি দামে বাইরে বিক্রি করতেন।
এ ঘটনা সামনে আসার পর গত ৬ মে লজকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে এক যৌথ বিবৃতিতে হার্ভার্ড ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির ডিন জর্জ ডেলি ও মেডিকেল এডুকেশন বিভাগের ডিন এডওয়ার্ড হান্ডার্ট বলেন, আমাদের ক্যাম্পাসে এত বিরক্তিকর কিছু ঘটতে পারে, তা জেনে আমরা আতঙ্কিত।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন আরকানসাস অঙ্গরাজ্যের একটি মর্গ থেকেও দুই নবজাতকের মরদেহ থেকে অঙ্গ চুরি করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।