ভর্তিতে অতিরিক্ত ফি নেয়া সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্তরের পাঠদানের অনুমতি বাতিল হতে পারে। প্রতিষ্ঠানগুলো পাঠদানের অনুমতি কেনো বাতিল করা হবে না তা জানতে চেয়ে প্রতিষ্ঠান প্রধানদের শোকজ নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের শোকজ নোটিশ পাঠানো হয়।
যে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিতে অতিরিক্ত ফি নিয়েছে সেগুলো হলো, নানা অভিযোগে অভিযুক্ত রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুরের চেতনা মডেল একাডেমি, মিরপুরের বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ, মিরপুরের এস ও এস হারম্যান মেইনার কলেজ এবং মিরপুরের গ্রীন ফিল্ড কলেজ। এ প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিয়েছিলো।
জানা গেছে, গত ডিসেম্বরে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালায়, বেসরকারি স্কুলে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছিলো ১০ হাজার টাকা। ঢাকা মহানগরীর ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত স্কুলগুলো ইংরেজি ভার্সনে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ এ টাকা নিতে পারবে। আর রাজধানীর ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত স্কুলগুলো বাংলা ভার্সনে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ মোট ৮ হাজার টাকা নিতে পারবে। আর রাজধানীর এমপিওভুক্ত স্কুলগুলো বাংলা ভার্সনে শিক্ষার্থী ভর্তিতে ৫ হাজার টাকার বেশি ফি নিতে পারবে না। তবে এ নির্দেশনা মানেনি এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২ এপ্রিল এ প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি বোর্ডকে জানিয়েছিলো। সে পরিপ্রেক্ষিতে ওই সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ করেছে ঢাকা বোর্ড।
বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশগুলোতে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ফি আদায় করায় ওই প্রতিষ্ঠানগুলোর উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি কেনো বাতিল করা হবে না তা সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।