দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বেসরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগের ডিজির প্রতিনিধির দায়িত্ব বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঢাকা জেলার বেসরকারি ডিগ্রি কলেজ, উচ্চমাধ্যমিক কলেজের নিয়োগে ডিজির প্রতিনিধি হিসেবে মহাপরিচালক নিজে দায়িত্ব পালন করবেন। আর অন্যান্য জেলার কলেজগুলোর নিয়োগে বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষদের ওপর এ দায়িত্বভার বর্তাবে। অধিদপ্তর থেকে ডিজির প্রতিনিধি দায়িত্ব বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।
মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে ডিজির প্রতিনিধি মনোনয়নে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে বলা হয়েছে, সর্বশেষ জনবলকাঠামো অনুযায়ী নিয়োগতব্য পদ-পদগুলোর প্রাপ্যতা থাকতে হবে। হালনাগাদ নিয়মিত গভর্নিংবডি থাকতে হবে। ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি কিংবা নিয়োগতব্য পদসমূহের বিপরীতে কোন মামলা না থাকা। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও হালনাগাদ স্বীকৃতি থাকতে হবে। অধ্যক্ষ নিয়োগ কমিটিতে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। অধ্যক্ষ কর্মরত না থাকলে উপাধ্যক্ষ; উপাধ্যক্ষ কর্মরত না থাকলে জ্যেষ্ঠতম শিক্ষককে নিয়োগ কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করতে হবে।
সর্বশেষ জনবলকাঠামো অনুযায়ী শূন্য পদগুলোর জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখপূর্বক একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক, একটি স্থানীয় দৈনিক পত্রিকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন নিয়োগ নির্দেশনা (১০/০১/২০২৪ খ্রি. তারিখের ৩৭.০০.০০০০.০৭৪.০০২.০০২.২০১৬,০৬ সংখ্যক পরিপত্রে) অনুসরণ নিশ্চিত করতে হবে।
আদেশের সঙ্গে অন্যান্য ৬৩ জেলার কলেজের নিয়োগে কোন কোন সরকারি কলেজের অধ্যক্ষরা দায়িত্ব পালন করবেন তার একটি তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর। আদেশ ও তালিকাটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।