ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ এ.টি.এম মইনুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা, 'এক দফা এক দাবি ইউসুফ তুই কবে যাবি', 'দালাল ইউসুফের গদিতে,আগুন জ্বালো একসাথে', 'দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত', 'ডিসির অধ্যক্ষ, ভুয়া-ভুয়া' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী শাহীন আলম বলেন, সাধারণ ছাত্ররা যখন রাস্তায় রক্ত দিয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ তখন স্বৈরাচার সরকারের পক্ষ নিয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি। আমরা এই ধরনের শিক্ষকদের কলেজ ক্যাম্পাসে দেখতে চাই না।যেসব শিক্ষকের সাধারণ শিক্ষার্থীদের প্রতি মায়া মমতা নেই তাদের শিক্ষক হিসেবে মানতে আমাদের লজ্জা লাগে। আমরা চাই খুব দ্রুত তারা পদত্যাগ করুন।