দৈনিকশিক্ষাডট গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো. খোরশেদ আলমের বাবা মোয়াজ্জাম আলী খান আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিল ১০০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য জ্ঞানী গুণগ্রাহী রেখে যান।
মোয়াজ্জাম আলী খান কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত ফাজিল খানের ছেলে। তিনি ইউপির সাবেক সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ১৯৬২ খ্রিষ্টাব্দে ফিকাহ শাস্ত্রে অষ্টম স্থান অধিকার করেন এবং গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলেন।
শনিবার সকাল ১১টায় আজমতপুর কলেজ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মোয়াজ্জাম আলী খানের মৃত্যুতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক, গুণীজন গভীর শোক প্রকাশ করেছেন।