নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিজনেস ম্যানেজম্যান্ট অ্যান্ড আইটি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সরওয়ার হোসেন বিপ্লব (৪২) আর নেই। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত (আর্ড অ্যাটাক) হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইগি রাজিউন)। তিনি মা, স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সরওয়ার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শরিষাহাট গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের একমাত্র ছেলে।
তিনি নিজ উদ্যোগে ২০০৫ খ্রিষ্টাব্দে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত জনপদ খাকসা-খোকসা গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০১৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে ঘোষিত তালিকায় প্রতিষ্ঠাটি এমপিওভুক্ত হয়। তবে এমপিওভুক্তির নানা শর্ত পূরণ করে এ পর্যন্ত দুইজন অফিস সহকারী ও একজন প্রভাষক এমপিওভুক্ত হতে পেরেছেন। অধ্যক্ষসহ অবশিষ্ট পদের এমপিও ভুক্তি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
অধ্যক্ষের মৃত্যুতে এমপিওভুক্তির প্রত্যাশায় থাকা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। তারা শঙ্কিত। বাংলার প্রভাষক মাসুদ রানা বলেন, স্যার আমাদের এমপিও জন্য কাজ করছিলেন। দীর্ঘদিন অপেক্ষায় আছি। বলেছিলেন অল্পদিনেই সব ঠিক হয়ে যাবে আমরা বেতন পাবো। জানি না এখন আবার কী অবস্থা হবে।
অধ্যক্ষের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার ও ওই প্রতিষ্ঠানের সভাপতি মো. আবু রাসেল, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি মো. আশরাফুল ইসলামসহ অনেকে।