অধ্যক্ষ হত্যা : ১৮ বছর ধরে পলাতক আসামি গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি |

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে দেশে-বিদেশে পলাতক থাকার পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিনকে (৪৬) আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার নগরীর পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকায় থেকে র‌্যাব-৭ সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আসামি মহিউদ্দিনকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

 যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান। গ্রেফতারকৃত মহিউদ্দিন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী গ্রামের এলাহী বক্স চৌধুরীর ছেলে। সে চট্টগ্রাম তথা নাজিরহাটের এক সময়ের ত্রাস, কুখ্যাত খুনী ও শিবিরের ক্যাডার নাছির উদ্দীনের সহোদর।


জানা গেছে, ২১ বছর আগে ২০০১ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে নগরীর কোতয়ালী থানাধীন জামালখান রোডে তার বাসায় গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে চট্টগ্রাম জেলার কোতয়ালী থানায় একটি মামলা করা হয়। এর মধ্যে ২০০৩ খ্রিষ্টাব্দের ৩ ফেব্রুয়ারি বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনাল মোট ১২জন আসামির মধ্যে মহিউদ্দিনসহ ৪ জন আসামির ফাঁসির আদেশ দেন এবং ৪ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। 

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার দৈনিক শিক্ষাডটকমকে জানান, মৃত্যুদণ্ডিত দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে আপিল করলে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া অপর ৪ জন আসামি বিচারের সময়ে মৃত্যুবরণ করে। দণ্ডিত ৮ জন আসামির মধ্যে ৬ জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছে। অন্য ২জনের মধ্যে ১ জন আসামি ইউরোপে এবং অপর ১ জন আসামী দুবাই পলাতক ছিল। পলাতক আসামি মহিউদ্দিনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জারিমানা করেন। রায় ঘোষণার সময় মহিউদ্দিন দুবাইয়ে পলাতক ছিল। এরমধ্যে মহিউদ্দিন গত বছরের ২৯ অক্টোবর দুবাই থেকে দেশে এসে সু-কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

তিনি আরও জানান, র‌্যাব পলাতক আসামি মহিউদ্দিন দেশে আসার সংবাদ সংগ্রহ করে তাকে গ্রেফতারে প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারি চালায়। একপর্যায়ে র‌্যাব জানতে পারে, সে পুনরায় দুবাই পাড়ি জমানোর পরিকল্পনা করছে। দুবাই যাওয়ার জন্য সে গত ২২ জানুয়ারি করোনা টেস্ট করাতে বের হয়ে কাজ শেষে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থান করছিল। বিষয়টি নিশ্চিত হয়ে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাাজরী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, র‌্যাব-৭ সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের সদস্যরা নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিনকে আটক করে আমাদের কাছে সোর্পদ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আগে আমরা তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি।


পাঠকের মন্তব্য দেখুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0055921077728271