নাটোরে মাদরাসার প্রিন্সিপালকে গালি দিতে নিষেধ করায় অফিস সহকারীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। রোববার (৮ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার জংলী হামিদিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় ঘটে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার (৯ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী অফিস সহকারী মোস্তফা ব্যাপারী নাটোর সদর থানায় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও তার বাবা হাসেম ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
অফিস সহকারী মোস্তফা ব্যপারী বলেন, রোববার দুপুরে দিকে মাদরাসা সভাপতি সাইফুল ইসলাম ও তার বাবা অধ্যক্ষের রুমে আসেন। এসময় বাপ-ছেলে মাদরাসার অধ্যক্ষকে গালিগালাজ করতে থাকেন। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে সভাপতি আমাকে মারধর শুরু করেন। অন্যান্য শিক্ষকরা এসময় আমাকে রক্ষা করেন।
সেখানে উপস্থিত থাকা নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সম্প্রতি বিদ্যালয়টিতে এনটিআরসি'র মাধ্যমে নয়জন শিক্ষকের নিয়োগ হয়। তারপর থেকেই ম্যানেজিং কমিটির সভাপতি তাদের থেকে মোটা অংকের টাকার দাবি করে আসছিলেন। এটা দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটে।
মাদরাসার অধ্যক্ষ জালাল উদ্দিন বলেন, রোববার অফিস সহকারীর সাথে যা ঘটেছে তা অন্যায় হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
অভিযুক্ত মাদরাসা সভাপতি সাইফুল ইসলাম বলেন, তার বাবা আগে মাদরাসার সভাপতি ছিলেন। তাই মাদরাসার উন্নয়ন কাজের ত্রুটি থাকায় মাদরাসার অধ্যক্ষের সাথে তার বাবার বাকবিতণ্ডা হয়। এসময় অফিস সহকারী মোস্তফা তার বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরবেশি কিছু হয়নি বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, তিনি থানার বাইরে রয়েছেন। থানায় এসে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।