নওগাঁ আস্তান মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) সকালে শহরের কেডির মোড় এলাকায় কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম বছরজুড়েই অকারণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে। যা তিনি তার পকেটস্ত করেন।
কলেজটির আন্দোলনরত শিক্ষার্থী নাহীদ, আরিফুল ইসলাম, মারিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজ উন্নয়নে আসা বরাদ্দের টাকায় ঠিক ঠাক কাজ করেন নি অধ্যক্ষ। যার কারণে এখনও অবহেলিত কলেজ ক্যাম্পাস। এ ছাড়া বিভিন্ন সময় শিক্ষক নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ খান অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম। ঘুষ দিয়ে শিক্ষকরা শিক্ষকতা পেশায় আসেন বলেই তারা শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দিতে ব্যর্থ হন।
শিক্ষার্থীরা জানান, পরে অধ্যক্ষের নানা অনিয়ম তুলে ধরে অপসারণ দাবি করে একটি পত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। আর অন্য শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে একটি কাগজে স্বাক্ষর করেছেন।
আন্দোলনে বিশৃঙ্খলা এড়াতে ও শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।