নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কলেজে থাকা পাঁচটি ২৫ বছরের পুরোনো গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার সরেজমিন আড়াইহাজারের উচিৎপুরা এলাকার হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের মাঠে এসব গাছ কেটে বিক্রির জন্য রাখা হয়।
জানা গেছে, কলেজের সূচনালগ্ন থেকে গাছগুলো বেড়ে উঠেছে। কলেজ মাঠের মাঝে বিভিন্ন স্থানে গাছগুলো ছিল। তবে হঠাৎ করেই কয়েকদিন ধরে গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এমএ সালাম বলেন, কলেজ গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই এগুলো কেটে ফেলা হয়েছে। আমরা নতুন ভবনসহ নানা উন্নয়ন করেছি। নতুন ভবনে যাওয়ার রাস্তা হবে বলে এগুলো কেটে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি গাছ ছিল কলেজের নতুন ভবনঘেঁষা। ঝড়বৃষ্টিতে এগুলোর ডালপালা ভেঙে পড়ে ভবন নষ্ট হতো। তবে যে কয়টি গাছ কাটা হয়েছে, তার চেয়ে বহুগুণ বেশি গাছ লাগানো হয়েছে।
এ ব্যাপারে ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গাছ কাটা হয়েছিল কি না, তা অনুসন্ধান করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।