দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে আগামী সপ্তাহে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
জানতে চাইলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর প্রতিবেদন পাওয়া গেলে তাঁর ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তাঁর বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহে তাঁর অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার আনু মুহাম্মদ ট্রেনে ঢাকায় ফিরছিলেন। খিলগাঁওয়ে ট্রেনের গতি ধীর হলে নামতে গিয়ে তাঁর পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তাঁর দুই পা ক্ষতিগ্রস্ত হয়।