জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ খ্রিষ্টাব্দের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ নেয়া ৪ লাখ ১৩ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার রাতে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষায় মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩২৫টি কেন্দ্রে ৮৭৮টি কলেজে ৩১টি অনার্স বিষয়ের এ পরীক্ষায় মোট ৪ লাখ ৩৩ হাজার ৬৩৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর হার (প্রমোটেড) ৯৫ দশমিক ৩৯ শতাংশ। বিশবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) রাত ৮ থকে এ ফল পাওয়া যাবে।