জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে। ফল পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষার্থীদের প্রতি বিষয়ের জন্য ১ হাজার ২০০ টাকা ফি দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মাবলী জানিয়ে দিয়েছে।
পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit/Re-scrutiny.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে কাছের সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সঙ্গে-সঙ্গে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের আগে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে-স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেয়া হলে এবং পরবর্তীতে যেকোনো প্রকার উদ্ধৃত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।
উল্লেখ্য, আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে। ফলাফল পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র ১ হাজার ২০০ টাকা।
মনে রাখতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।