অনিয়ম দিয়েই শুরু হয়েছে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিয়েমিত অধ্যক্ষ নেই। ১ ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম।
জানা যায়, অধ্যক্ষ পদে নিয়োগ পেতে মরিয়া ইভটিজিংসহ নানা অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম। সুপরিচিত এই কলেজটিতে একাদশ শ্রেণি ছাড়াও চারটি বিষয়ে অনার্স পড়ানো হয়। কিন্তু অধ্যক্ষ পদ প্রত্যাশী আমিনুল ইসলাম নিজে অনার্স পড়েননি। তিনি পাসকোর্সে ডিগ্রি পাস।
গত বছরের ২৩ জুলাই গঠিত নিয়োগ কমিটির সদস্য-সচিব গত ৩১ জানুয়ারি অবসরে যান। বিধান অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষ পদে ভারপ্রাপ্ত থাকা মোহাম্মদ ইব্রাহিমকে সদস্য-সচিব করে নিয়োগ কমিটি পুনর্গঠন করা দরকার। কিন্তু তা না করেই নিয়োগ পরীক্ষার জন্য উদ্যোগী হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি চেয়ে চিঠি দেয়া হয়েছে।
জানতে চাইলে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির অভিভাবক ও স্থানীয়রা জানান, একজন উপযুক্ত ও অভিজ্ঞ শিক্ষককে সুনামধন্য এই কলেজটিতে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া উচিত।