দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কারিগরি বোর্ডের আওতায় দেশের নতুন ৫ কলেজের অনুমোদন দেয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স পড়ানো হবে। একই সঙ্গে মানিকগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরির দুইটি কোর্স পড়ানোর অনুমতি পেয়েছে।
বুধবার (১৩ মার্চ) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব আনিসুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের জন্য নতুন ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হলো।
অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- নরসিংদীর পলাশের স্মার্ট পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুরের সালথার রিসডা ইনস্টিটিউট অর টেকনোলজি, ফেনীর ছাগলনাইয়ায় বেগম শওকত আরা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনার খালিশপুরের ইউসেপ মহাসিন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিলেট সদরের ইউসেপ হাফিজ মজুমদার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
অপরদিকে কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল টেকনোলজি বিষয়ে পাঠদানের অনুমোদন পেলো মানিকগঞ্জ সদরের সিটি পলিটেকনিক ইনস্টিটিউট।