অনেক বাধা রয়েছে, তবুও নৌ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের উন্নত প্রযুক্তি নেই, যার ফলে আমরা নদী পূর্ণ দূষণমুক্ত করতে পারিনি। ২০১৯ খ্রিষ্টাব্দে আমরা একটি পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু করোনার কারণে সেটাও পিছিয়ে পড়েছিল। নৌ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অনেক বাধা রয়েছে, তবুও আমরা থেমে থাকিনি।

মঙ্গলবার (৪ জুন) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান : স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’ প্রতিপাদ্যে নৌ পরিবহন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী নৌ পরিবহন সেবা সহায়িকার মোড়ক উন্মোচন করেন।

নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা ও সচেতনতা বাড়াতে প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪। এ বছর ৪-১০ জুন পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করা হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নৌযান মালিক-শ্রমিকদের আলোচনা সভা, অভিযান পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী হলো বাংলাদেশের প্রাণ। বঙ্গবন্ধু ১৯৭২ খ্রিষ্টাব্দে ও নদীর নাব্যতা নিয়ে কথা বলেছিলেন, এরপর ১৯৯৯ খ্রিষ্টাব্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। এর মধ্যে কোনো সরকার দেশের নদী নিয়ে কোনো কথা বলেনি। প্রধানমন্ত্রী দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজার মেশিনসহ যাবতীয় উপকরণ আমদানি করেছেন। আমরা আগের তুলনায় অনেক বেশি নদীর নাব্যতা ও দূষণমুক্ত রাখতে পেরেছি।

তিনি বলেন, আগে কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে মিশত, এখন আমরা সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি। প্রধানমন্ত্রী নদী নিয়ে ভাবছেন এবং কার্যকর পদক্ষেপের কথা বলছেন, যেগুলো কোনো সরকারপ্রধান আগে বলেননি। স্বাধীন দেশের মানুষকে স্বাধীনতার সুখ পৌঁছে দিতে এ সরকার কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও নদী ড্রেজিং করতে যাচ্ছি। তাছাড়া নৌ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেটসহ যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা, নাবিক-শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতি বছর ৫০০ নাবিককে প্রশিক্ষণ দিয়ে থাকি। তাছাড়া শর্ট কোর্সের মাধ্যমে অনেক নাবিককে প্রশিক্ষণ দেওয়া হয়। সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের নৌ দুর্ঘটনা কমিয়ে দিতে পারে এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করতে পারে। এসময় তিনি দুর্ঘটনা রোধে জাহাজ মালিক, নাবিক ও শ্রমিকদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এ ছাড়া বিআইডব্লিওটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল কবির, কোস্টাল সার্ভিসের পরিচালক ইঞ্জিনিয়ার মেহবুব কবির, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।


পাঠকের মন্তব্য দেখুন
হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের - dainik shiksha হামলায় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস - dainik shiksha নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ: সারজিস মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত - dainik shiksha সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর - dainik shiksha অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026237964630127