অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা, কলেজের নিয়োগ স্থগিত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি |

নীলফামারীর জলঢাকায় কৈমারী স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সিদ্ধান্ত না মেনে নিজ প্রতিষ্ঠানের বাইরে শুক্রবার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে পরীক্ষাটি স্থাগিত ঘোষণা করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ওই নিয়োগ কমিটির ডিজি প্রতিনিধি আবুল কালাম আজাদ।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিলো যে প্রতিষ্ঠানে নিয়োগ সেই প্রতিষ্ঠানেই নিয়োগ পরীক্ষার ভেন্যু হিসেবে নির্বাচনের। বিষয়টি অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছিলো। 

তবে তা না মেনে জলঢাকায় কৈমারী স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি পদের নিয়োগ পরীক্ষা শুক্রবার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ হলরুমে পরীক্ষার আয়োজন করা হয়। 

এমন খবর পেয়ে স্থানীয়রা ও সংবাদিকরা ভেন্যুতে উপস্থি হন। এসময় কৈমারী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ গা ঢাকার চেষ্টা করেন। অপরদিকে পরীক্ষার্থীরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নিতে প্রবেশ করে। এসময় অধ্যক্ষ আব্দুর রউফ ও প্রতিষ্ঠান সভাপতি সারোয়ার হোসেন সাদের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিজি প্রতিনিধি আবুল কালাম আজাদের রুমে অবস্থান নেন।

সকাল ১০টার পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত শুরু না হলে পরীক্ষার্থীরা হৈ হুল্লোর শুরু করেন। এসময় পরীক্ষার্থীদের অনেকে কমিটিকে ঘুষ বাবদ টাকা দিয়েছেন বলে জানান। তারা আরো জানান, বৃহস্পতিবার রাতে তাদের ২০ নভেম্বর স্বাক্ষরিত প্রবেশপত্র দেয়া হয়েছে। 

এদিকে এমপিও কমিটির নির্দেশনা না মেনে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়োগ পরীক্ষা আয়োজনের বিষয়ে জনাতে চাইলে ডিজি প্রতিনিধি আবুল কালাম আজাদ কোনো সদুত্তর না দিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। পরে ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করে কৈমারী স্কুল এন্ড কলেজ সভাপতি ও অধ্যক্ষ স্বাক্ষরিত একটি নোটিশ বোর্ডে সাঁটানো হয়।

কৈমারী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ডিজির প্রতিনিধি  ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার প্রতিষ্ঠান মনোনীত করায় আমরা সেখানে পরীক্ষার আয়োজন করি। পরে আপত্তির মুখে তা স্থগিত করা হয়।

জানতে চাইলে কৈমারী স্কুল এন্ড কলেজ সভাপতি ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিয়োগ পরীক্ষার সকল আয়োজন আমাদের  কলেজ অধ্যক্ষ করেছে। আমি কিছু জানি না।

জানা গেছে,২০২২ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বিবেচনায় নেয়ার। ওই বছরের ১৫ ডিসেম্বর রংপুরের আঞ্চলিক উপপরিচালক স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়েছিলো।


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054099559783936