জয়পুরহাটের সদর থানার পাঁচুরমোড় এলাকা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করার চেষ্টা সময় মূলহোতাসহ চার কলেজছাত্রকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার বেলা পৌনে ১২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর থানার সাদেক নগর গ্রামের মো. ফয়জার রহমানের ছেলে মূলহোতা মো. আব্দুল্লাহ আল মাসুম (২২), একই থানার শিবরাম গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে মো. ওবায়দুল ইসলাম (২৬), সাদেক নগর গ্রামের মো. ইসলামের ছেলে মো. ময়নুল হক (২৩) ও মো. আমিনুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২২)। গ্রেফতারকৃতরা বিভিন্ন কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, র্যাব ক্যাম্প থেকে ৬ জন দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন করে ভিকটিম ছাত্রীকে অপহরণকারীরা লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাট আসে। এ চক্রের মূলহোতা ভিকটিমের সাবেক প্রেমিক মো. আব্দুল্লাহ আল মাসুম ও তার তিন সহযোগী ভিকটিম আফরোজা মিনুকে জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা কোম্পানি অধিনায়ককে বিষয়টি জানালে ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানান যে, পাঁচবিবিতে ছাত্রীটি তার খালার বাড়িতে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করছিলো। সেখান থেকে জয়পুরহাট সদর থানার পাচুর মোড় এলাকায় শপিং করতে আসে। এ সময় তারা তাকে অপহরণ করার চেষ্টা করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তাকে বিয়ে করার উদ্দেশ্যে তারা জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে জয়পুরহাটের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হবে।