দৈনিকশিক্ষা প্রতিবেদক: অবরোধ কর্মসূচিতে ঝুঁকিমুক্তভাবে নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা চেয়ে মানববন্ধন কর্মসূচি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মিরপুর সড়কে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের ‘নিরাপদ ও নিশ্চিত শিক্ষাঙ্গন, দেশ ও জাতির উন্নয়ন', ‘শান্তি চাই, নিরাপত্তা চাই’, ‘ঝুঁকিমুক্ত যাতায়াতের নিশ্চয়তা চাই’, ‘হরতাল ও অবরোধ মুক্ত শিক্ষাঙ্গন চাই', ‘নির্বিঘ্নে ক্লাসে যেতে চাই, নিরাপদ শিক্ষাঙ্গন চাই' প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক অস্থিরতা, অবরোধ ও হরতালে মতো কর্মসূচির কারণে আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। হরতাল অবরোধ চললেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়। ফলে জীবনের শঙ্কা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হচ্ছে। আবার সকালে দূর থেকে অনেকেই গাড়ি না পেয়ে আসতে পারছে না। বাবা-মা দুশ্চিন্তায় আছেন। কেউ কেউ কলেজে আসতে পারছেন না। ফলে আমরা পড়াশোনায় পিছিয়ে পড়েছি। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে অবরোধ-হরতাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত ঘোষণার দাবি জানাই।
এক শিক্ষার্থী বলেন, অবরোধের কারণে কলেজের বাস বন্ধ। আমরা সময় মতো ক্লাসে পৌঁছাতে পারছি না। এমন অবস্থা চলতে থাকলে পরীক্ষায় এর প্রভাব পড়বে। শিক্ষা প্রতিষ্ঠান কেনো রাজনৈতিক কর্মসূচির আওতায় থাকবে? সাধারণ শিক্ষার্থীরা কেনো এসব সমস্যার ফল ভোগ করবে? আমরা পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ চাই।
জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইউসুফ বলেন, সময়মত সিলেবাস শেষ করার জন্য আমাদের একাডেমিক ক্যালেন্ডার রয়েছে। বিশেষ করে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাসের সব পড়াশোনা শেষ করিয়ে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করতে হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাহীনতা এবং দুশ্চিন্তার কারণে অনেকেই নিয়মিত ক্লাসে আসতে পারছেন না। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুন্দর পরিবেশ বজায় থাকাটা খুবই জরুরি।
তিনি আরো বলেন, নিরাপত্তাজনিত অনেকগুলো কারণ মাথায় রেখেই কলেজের বাস বন্ধ রাখা সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে কাজ করার। সহসাই এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে আশা প্রকাশ করেন সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।