দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: অবশেষে মিলল হাঁড়িভাঙা আমের জিআই সনদ। গত বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসনের পক্ষে জিআই সনদ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডব্লিউ এম রায়হান শাহ।
জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) সনদ বিতরণ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) আয়োজিত অনুষ্ঠানে জিআই সনদ বিতরণ করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ অনুষ্ঠানে হাঁড়িভাঙা আমসহ ১৪টি পণ্যের জিআই সনদ বিতরণ করা হয়। এ নিয়ে বাংলাদেশের মোট ৩১টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার আখিরাহাটে অবস্থিত হাঁড়িভাঙা আম কৃষক স্কুলের সভাপতি আমচাষি আব্দুস সালাম সরকার ২০১৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে হাঁড়িভাঙা আমের জিআই স্বীকৃতির জন্য আবেদন করেন। পরবর্তী সময়ে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিকবার শুনানি শেষে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে হাঁড়িভাঙা আম জিআই নিবন্ধনের তালিকায় নেয় শিল্প মন্ত্রণালয়। এ বিষয়ে পেটেন্ট (শিল্প-নকশা) ও ট্রেডমার্ক অধিদপ্তর গত ফেব্রুয়ারিতে একটি জার্নাল প্রকাশ করে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙা আমসহ ১৪টি পণ্যের জিআই সনদ বিতরণ করেন।