পাঁচ বছর বিনা ভাড়ায় অবৈধভাবে বসবাস করার পর ঢাকা শিক্ষা বোর্ডের কোয়ার্টার্স ছাড়তে বাধ্য হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী। তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতিও। ২০১৯ খ্রিষ্টাব্দের তিনি অধিদপ্তরের পরিচালক পদে যোগদান করলেও অবৈধভাবে ঢাকা শিক্ষাবোর্ডের অফিসার্স কোয়ারর্টার্স ব্যবহার করতেন। শিক্ষাবোর্ডের কর্মচারী ইউনিয়ন নেতারা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচছুক একজন ইউনিয়ন নেতা দৈনিক আমাদের বার্তাকে বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর শাহেদুল খবির তার ক্যাডার সমিতির সাধারণ সভায় এক বক্তব্যে দেশের সূর্য সন্তান বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নিয়ে অত্যন্ত অপেশাদার ও আপত্তিকর মন্তব্য করেন। শাহেদুল খবির সেদিন বলেছিলেন, ‘১৯৭১ এ মুক্তিযুদ্ধ ও
জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডের অফিসার্স কোয়ার্টার্সের ‘এ’ টাইপ বিল্ডিংয়ের একটি বাসায় বসবাস করতেন শাহেদুল খবির চৌধুরী। বোর্ড সংশ্লিষ্ট না হলেও বোর্ডের কোয়ার্টার ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ খ্রিষ্টাব্দের মার্চে অধিদপ্তরের কলেজ ও প্রশাসন উইংয়ের পরিচালক পদে পদায়ন পেলেও অবৈধভাবে ওই বাসাতেই ছিলেন।
বাসা ছাড়া সংক্রান্ত বিষয়ে সর্বশেষ ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বোর্ড ক্যাম্পাসে অবস্থিত অফিসার্স কোয়ার্টার্সের ‘এ’ টাইপ বিল্ডিংটি পিডাব্লিউডি পরিত্যাক্ত ঘোষণা করেছে। এ বিল্ডিংয়ে বাস করা ঝুঁকিপূর্ণ বিধায় বাড়ি ভাড়া ও বিভিন্ন ধরণের বকেয়া বিল পরিশোধ করে পরিত্যক্ত অবাসস্থলটি অবিলম্বে খালি করার জন্য বলা হলো।
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।