রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা ক্যাডার অধ্যক্ষ কামরুন নাহার অবসরে যাচ্ছেন। শিক্ষা ক্যাডারের এ সহযোগী অধ্যাপক প্রতিষ্ঠানটিতে প্রেষণে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। পিআরএলে গমনের সুবিধার্থে তার প্রেষণ প্রত্যাহার করে তাকে ওএসডি করা হয়েছে।
মঙ্গলবার তার প্রেষণ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজি মো. আবদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২০ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছিলো। এর আগে তিনি ঢাকার রূপনগরের দুয়ারী পাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।