কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিয়াল,বেজি,বাগডাসা,বনবিড়ালসহ প্রায় অর্ধশতাধিক বন্যপ্রাণী শিকার করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সাঁওতালদের একটি দল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি গ্রামসহ আশেপাশে এলাকায় অবাধে বন্যপ্রাণী শিকার করে। তাদের বাধা না দিয়ে স্থানীয়রাও দল বেধে এসব প্রাণী হত্যা দেখেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুরের সাঁওতাল পল্লী থেকে প্রায় ১৫ জনের একটি দল নন্দীরকুটি গ্রামের গম, ভুট্টা খেতে ও জঙ্গলে লুকিয়ে থাকা বন্যপ্রাণী শিকার করে। এসময় তারা তীর ধনুক, বল্লম, লাঠিসোটা দিয়ে ৫০টির মতো ছোট-বড় বন্যপ্রাণী হত্যা করে। শিকার দেখতে উৎসুক মানুষের ভীড় জমে যায়।
প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন,মজিদুল হক বলেন, সাঁওতালদের ১৫ জনের একটি দল বিভিন্ন ভুট্টা, গম,ধান ক্ষেতসহ ঝাড়-জঙ্গলে বন্যপ্রাণী হত্যা করে। শিকারের সময় তারা চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর ৩-৪ জন খেতের ভেতর ঢুকে আড়াআড়ি ভাবে যাওয়া আসা করেন।
শিকারী সাঁওতালদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
ফুলবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা নবির উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বন্যপ্রাণী শিকার করা সম্পূর্ণ বেআইনি। তারপরেও আমরা খোঁজ খবর নিচ্ছি। যদি তাদেরকে পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপজেলা বন কর্মকর্তাকে সাঁওতালদের খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে। তাদের খোঁজ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।