অর্থ আত্মসাতের মামলায় সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বহুমূখী স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন।
সমন উপেক্ষা করে তিনি হাজির না হয়ে আজ (বুধবার) এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক শাহরিয়ার শহীদ বাপ্পির আদালতে জামিনের আবেদন করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।
আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কতিপয় অসাধু লোকজনের যোগসাজশে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায় সাত লাখ টাকা টিউশন ও সেশনচার্জ ফি আত্মসাৎ করেন ওই অধ্যক্ষ। অডিটে ধরা পড়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে হাফিজুর রহমান জোয়াদ্দারকে দায়িত্ব দেয়া হয়।
কোর্ট ইন্সপেক্টর আরও বলেন, সাময়িক বরাখাস্ত হওয়ার পর নানা কারসাজিতে ক্ষমতা আকঁড়ে ধরে পরিচালনা পর্ষদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। জেলা শিক্ষা অফিস ও রাজশাহী শিক্ষা বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়। পরে অর্থ আদায়ে তার বিরুদ্ধে মামলা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।