গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অষ্টম মেধাতালিকার পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ১০৮টি আসন খালি রয়েছে।
আজ শনিবার দুপুরে শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অষ্টম মেধাতালিকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে `এ' ইউনিটে ১০২টি, `বি' ইউনিটে দুটি ও `সি' ইউনিটে চার আসন খালি রয়েছে।
ভর্তি কমিটির সূত্র জানায়, ২৩ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা ফি নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১ নম্বর কক্ষে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।