অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। গত সোমবার গভীর রাতে তিনি মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ায় কনভেনশনে অংশগ্রহণ শেষে আগামী ৭ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। তিনি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, রোটারী ক্লাব অব লক্ষীপুরের চার্টার্ড প্রেসিডেন্ট, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ২০২৩-২৪ সেশনের ডিস্ট্রিক্ট ডেপুটি কো-অর্ডিনেটর, কিডস ক্রিয়েশন টিভির স্বত্ত্বাধিকারী, বাংলাদেশ কালচারাল একাডেমির সহকারী সেক্রেটারি ও নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি ইতিপূর্বে রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন ও বিভিন্ন শিক্ষা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণের জন্য আমেরিকা, লন্ডন, জাপান, ব্রাজিল, সাউথ কোরিয়া, তুরস্ক, চীন, মালয়েশিয়া, দুবাই, সিংগাপুর, ভারত, নেপাল, থাইল্যান্ড, সৌদি আরব ও জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, অস্ট্রিয়া, নরওয়েসহ ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণ করেন।
কৃতিত্বের সঙ্গে কনভেনশনে অংশগ্রহণ ও বিদেশ সফর শেষে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।