দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : যশোরের ঝিকরগাছার সরকারি শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজের ২৮ শিক্ষককে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জন অধ্যাপক, ২৩ জন প্রভাষক রয়েছেন।
জানা যায়, সরকারিকরণের তারিখ থেকে তাদেরকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়েছে। সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর বিধি-৫ এবং বিধি-৬ এর বর্ণিত বিধান মোতাবেক সরকারিকরণের ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট থেকে কলেজে তাদেরকে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন- বিপ্লব কুমার সেন, মো. আব্দুল জোব্বার, মো.আজিজুল আলম, মো. আবুল হোসেন, এটিএম লতিফুর রহমান। মো. মনিরুজ্জামান, কেএম বদিয়ার রহমান, বুলু বিশ্বাস, মো. শাহাবুদ্দীন, সালমা আক্তার, ফারহানা হক, মোছা. আফরোজা বানু, আফরোজা আক্তার রত্না, মোছা. কাজল রেখা, মুহাম্মদ সাইফুল্লাহ অলি মামুন, মো. আব্দুল মান্নান, মো. নুর হাসান, স্বপন কুমার দাস, শামীমা সুলতানা, মো.হারুন-উর-রশিদ, সোমা মিত্র, মো. হাসানুজ্জামান, মো. রেজওয়ানুল হক, মো. ইব্রাহিম হোসেন, মো. মিজানুর রহমান, মো. মোসলেম উদ্দীন, মো. আবু হাসান, উজ্বল কুমার বিশ্বাস।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।