বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গুলশান আরা লতিফা। তিনিসহ কাউন্সিলের চারজন পূর্ণকালীন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। কাউন্সিলর তিনজন প্রাক্তন পূর্ণকালীন সদস্য ফের নিয়োগ পেয়েছেন। শুক্রবার কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পূর্ণকালীন সদস্য হিসেবে ফের নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ইসতিয়াক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি সায়েন্সের অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবির। নতুন নিয়োগ পাওয়া চার পূর্ণকালীন সদস্য চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এর আগে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রিটেকনোলজির অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. গুলশান আরা লতিফা।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষ থেকে পূর্ণকালীন সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে।