অ্যাসাইনমেন্টে চুরি-ফেল : সরকারি কলেজের ৫ শিক্ষকের ইনক্রিমেন্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে গিয়েছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা। কিন্তু বিদেশে মাস্টার্স করতে গিয়ে অ্যাসাইনমেন্টে লিখতে দেখাদেখি বা চুরি করেছেন শিক্ষকদের কেউ কেউ। কেউ আবার অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে ‘মাস্টার্স অব আর্টস ইন এডুকেশেন’ কোর্স থেকে বহিষ্কৃত হয়েছেন। অ্যাসাইনমেন্ট চুরি ও অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে কোর্স থেকে বহিষ্কৃত ৫ জন সরকারি কলেজ শিক্ষককে শাস্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ ৫জন শিক্ষা ক্যাডার কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেতন বৃদ্ধি স্থগিত হওয়া কর্মকর্তারা হলেন, টাঙ্গাইলের সরকারি এমএম কলেজের অধ্যপক তাহমিনা খান, পিরোজপুরের সোহরাওয়াদী কলেজের সহযোগী অধ্যাপক মহসিন গোলদার, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এ কে এম শওকত আলী খান, রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অশোক কুমার ঘোষ এবং চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক ড. মো. কামরুল আহসান। 

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ কর্মকর্তারা কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া ক্যাম্পাসে মাস্টার্স অব এডুকেশন কোর্সের ১ম সেমিস্টারে অংশগ্রহণ করছিলেন। প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার কোহার্ট-২ এ প্রশিক্ষণার্থী হিসেবে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিউটরদের সহযোগিতায় দুইটি মৌলিক অ্যাসাইনমেন্ট তৈরি করে দাখিল করার শর্ত ছিল। 

স্ক্রীনশট: সংগ্রহীত 

কিন্তু এ কর্মকর্তাদের মধ্যে সহযোগী অধ্যাপক মহসিন গোলদার, শওকত আলী খান ও সহকারী অধ্যাপক ড. মো. কামরুল আহসান অ্যাসাইনমেন্ট তৈরিতে চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছেন। যা একাডেমিক অফেন্স কলে গণ্য করেছে ইউনিভার্সিটি অব নটিংহাম, মালয়েশিয়া। তাই তাদের কোর্স থেকে বহিষ্কার করা হয়েছে। আর অধ্যাপক তাহমিনা খান ও সহযোগী অধ্যাপক অশোক কুমার ঘোষ অ্যাসাইনমেন্ট জমা দেননি ও  কোর্সের প্রথম সেমিস্টারে ফেল করেছেন। তাই তাদেরও কোর্স থেকে বহিষ্কার করা হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, কোর্স থেকে বহিষ্কৃত হওয়ায় এ কর্মকর্তাদের অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পরে তাদের শোকজ করা হলে তারা ব্যক্তিগত শুনানি চেয়ে আবেদন করেন। তাদের শুনানিতে তারা অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেন নি। পরে অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তদন্তেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। 

মন্ত্রণালয় বলছে, তদন্ত প্রতিবেদন ও ঘটনার পারিপর্শ্বিকতা বিবেচনায় অভিযুক্তদের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তাই দুই বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে দুই বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সে সিদ্ধান্ত অনুসারে ওই কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থায়ীভাবে স্থগিত করে লঘুদণ্ড দেওয়া হয়েছে। কর্মকর্তাদের বেতন বৃদ্ধি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন :

এদিকে শাস্তির ঘটনায় খোদ শিক্ষা ক্যাডারেই নানা আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে সতর্ক করেছেন নিজেরাই নিজেদের। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE   করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.015862226486206