দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত ও ঝুঁকিতে রয়েছেন ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।
বিগত ২০২০-২০২১ অর্থ বছরে আংশিক প্রাচীরসহ প্রধান গেট নির্মাণ করা হয়েছে। সেই সময় অর্থ বরাদ্দ সংকুলান না হওয়ায় ঠিকাদার আংশিক কাজ করা হয়নি। বিদ্যালয়ের পাশেই মধ্যপাড়া কঠিন শিলা হতে রংপুর বদরগঞ্জমুখী আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক দিয়ে চলছে কাঠ পরিবহন গাড়ি, পাথরের ভারী ভারী ট্রাক পিকনিক স্পটের ভ্রমণ বাসসহ বিভিন্ন যানবাহন।
এই রাস্তার পাশেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা বা ছোটাছুটির সময় দৌড় দিয়ে পারাপার হন রাস্তাটি। যেকোনো সময়ই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শুধু তাই নয় বিদ্যালয়টির আংশিক নিরাপত্তা প্রাচীরের অভাবে ফুলবাগানসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান খন্দকার হাবিবুর রহমান জানান, আংশিক সীমানা প্রাচীরের প্রয়োজনীয়তা জানিয়ে পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার কখ মো. আলাওল হাদী ও সহকারী শিক্ষা অফিসার জনাব মোয়াজ্জেম কবির উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। সেইসঙ্গে উপজেলা সহকারী প্রকৌশলি ডিজাইনারকে চাহিদা ছক দিয়েছি।
পার্বতীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জানান, যথাযথ কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করি দ্রুত তালিকা চলে আসবে। উপজেলা সহকারী ডিজাইনার জোনাব আলী বলেন, ওই বিদ্যালয়টির আংশিক সীমানা প্রাচীরের চাহিদা সম্পর্কে আমরা অবগত আছি। তালিকা পাঠানো হয়েছে।