আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে জয়ী হয়েছে বাংলাদেশ। লন্ডনে শুক্রবার আইএমও সদরদপ্তরে ১৬৮ ভোটের মধ্যে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ। এই ভোটের মাধ্যমে ২০২৪-২০২৫ খ্রিষ্টাব্দের জন্য ৪০ সদস্যের নতুন আইএমও কাউন্সিল নির্বাচিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এবারের ‘সি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৫টি দেশ। নির্বাচিত হয়েছে ২০টি দেশ যার মধ্যে বাংলাদেশ ১৬তম।
তিন ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পদে গোপন ব্যালটে ভোট হয়। তিন ক্যাটাগরির মধ্যে ‘এ’ ক্যাটাগরির দেশের সংখ্যা ১০টি। আন্তর্জাতিক শিপিং পরিষেবা দিতে আগ্রহী দেশগুলো এই ক্যাটাগরির সদস্য দেশ।
‘বি’ ক্যাটাগরিতেও দেশের সংখ্যা ১০টি। এই দেশগুলো আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে আগ্রহী। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে নির্বাচিত নয় কিন্তু সামুদ্রিক পরিবহনে বিশেষ আগ্রহী এমন ২০টি দেশ ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে।
‘আইএমও’ জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা যার সদস্য ১৭৫টি রাষ্ট্র।