আইনের ফাঁদে আটকে আছেন খালেদা জিয়া: কাদের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে। বর্তমান সরকার কোনো মামলা করেননি।

শুক্রবার (৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে কোনো কর্মসূচি দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়ার চিকিৎসা বাড়ি থেকে করার সুযোগ করে দেয়া হয়েছে। এমনকি বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করায় সহযোগিতা করেছে।

বিএনপি ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস তৈরি করে জনগণের সাপোর্ট হারিয়েছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো মিল নেই। আমারা পজিটিভ রাজনীতি করতে চাই। আমাদের উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিতে হবে। দলকে সুসংগঠিত করা হচ্ছে।

উপজেলা নির্বাচন এমপিদের স্বজনের অংশগ্রহণের বিষয়ে স্বজনদের বলতে শুধু নিজ সন্তান, স্ত্রী বা ভাই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান কাদের।

তিনি আরও বলেন, তবে যারা অংশ নিয়েছে তারা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদের পার্টির কোনো সমর্থন নেই।

দেশ পরিচালনা করতে গেলে বিদেশি চাপ থাকে জানিয়ে কাদের বলেন, যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
 
আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, আমরা ব্যাপক উদ্‌যাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পালন করব। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ। 


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে - dainik shiksha ভিকারুননিসার সেই ফৌজিয়া এবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য - dainik shiksha ১৮ দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি : উপাচার্য উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত - dainik shiksha উপদেষ্টা আসিফ-নাহিদের ছাত্র সংগঠনের সব কার্যক্রম স্থগিত যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস - dainik shiksha যারা আপনাদের সেবা করবে তাদের ভোট দেবেন: সারজিস এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি - dainik shiksha এখনো প্রস্তুত হয়নি একাদশের, পাঁচ বইয়ের পাণ্ডুলিপি মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক - dainik shiksha মাদরাসায় অনুপস্থিত থেকেও ১১ মাসের বেতন তুলেছেন শিক্ষক ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক - dainik shiksha ৬৬ জন ছাত্রকে পাঁচচুলো করলেন শিক্ষক প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি - dainik shiksha প্রশ্নফাঁসের তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসি মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053858757019043