জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আর নয়। বড় কোনো দলের সঙ্গে জাতীয় পার্টি প্রেম করবে না। জাপার প্রেম দেশের মানুষের সঙ্গে। নীতিগত অমিলের কারণে আওয়ামী লীগ ও বিএনপির নীতিগত এক টেবিলে বসতে পারে না। কিন্তু ক্ষমতায় গেলে তাদের চরিত্রগত অমিল নেই। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দলীয়করণে দেশের শান্তি শেষ করেছে।’
মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ’ দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন মুজিবুল হক চুন্নু। ১৯৯০ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর গণআন্দোলনে ক্ষমতা ছাড়েন জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। অন্যান্য দল দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে উদযাপন করলেও জাপা ‘সংবিধান সংরক্ষণ’ দিবস নামে পালন করে।
আগের তিন বছর ‘সংবিধান সংরক্ষণ’ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। কিন্তু রওশন এরশাদপন্থিদের মামলায় দায়িত্বে পালনে নিষেধাজ্ঞায় পড়ে ১ নভেম্বর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন জি এম কাদের। গতকাল সোমবার আপিল বিভাগে শুনানী হয়নি এ মামলার। আগামী সোমবার হতে পারে।
মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাপায় অনৈক্য নেই। জি এম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। কিছু নেতা চলে গেলেও ক্ষতি হবে না। শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত কেউ মামলা করলেও সমস্যা নেই। উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন জি এম কাদের। বহিষ্কৃতরা ক্ষমা চাইলে জাপা চেয়ারম্যান বিবেচনা করবেন।’
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।