জামালপুরের বকশীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে ক্ষমতাসীন দলের রাজনীতিতে জড়ানোর অভিযোগ উঠেছে। আর শুধু তাই নয়, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সদস্য পদও পেয়েছেন তিনি। গত শুক্রবার রাতে ওই কমিটি ঘোষণা করা হয়।
ওই শিক্ষকের নাম জিএম জসিম উদ্দিন (৫২)। তিনি বকশীগঞ্জেরই আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়ি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামে। সরকারি চাকরিতে থাকা অবস্থায় তার আওয়ামী লীগের পদ পাওয়া নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
যদিও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে আওয়ামী লীগের সদস্য পদ পেয়েছেন জসিম উদ্দিন। জানা গেছে, গত ১০ জানুয়ারি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় জামালপুর জেলা আওয়ামী লীগ। পরে শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ওই নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা কমিটির সভাপতি শাহীনা বেগম। এই কমিটির ৫৮ নম্বর ক্রমিকে সদস্য পদে আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম জসিম উদ্দিনের নাম রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কীভাবে আমাকে সদস্য পদ দেওয়া হয়েছে, তা জানি না। কমিটিতে নাম থাকলে পদত্যাগ করব।’
এ প্রসঙ্গে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান বলেন, ‘একজন সরকারি চাকরিজীবী হিসেবে তার (জসিম উদ্দিন) সক্রিয় রাজনীতি করার সুযোগ নেই। দলীয় সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’