আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আলোচনার পথ বিএনপি রুদ্ধ করেছে। সংলাপের কোনো প্রয়োজন নেই। আগ বাড়িয়ে সংলাপের চিন্তা করছি না। রোববার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারো সঙ্গে সংঘাত চায় না আওয়ামী লীগ। ক্ষমতার পরিবর্তন করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে সময় মতোই নির্বাচন হবে। যদি কেউ মনে করে সহিংসতা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, সেটা হতে দেবো না।
আগামী ৪ নভেম্বর ঢাকায় মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বিভাগীয় সমাবেশ করবে আওয়ামী লীগ। যেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে বিএনপি 'সন্ত্রাসী ধারার রাজনীতি' বাস্তবায়নের 'গোপন প্রস্তুতি' নিচ্ছিলো এবং পুরনো চেহারায় ফিরে আসার জন্য সময় নিচ্ছিলো।
তিনি দাবি করেন, হামলা, ভাঙচুর, সংঘর্ষের মাধ্যমে বিএনপি রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।
এর আগে বিএনপির ডাকা হরতালের পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল বিরোধী সমাবেশে করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে 'অবৈধ হরতাল বিরোধী' সমাবেশে দলটির নেতা-কর্মীরা অংশ নেন। এছাড়া ঢাকার পাড়া-মহল্লা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সমাবেশ হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিসমাবেশ করতে দেখা গেছে।