আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। ২০ লাখ ৭২ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এ পরীক্ষা আয়োজনে সব কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার (২৬ এপ্রিল) থেকে আগামী ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
জানা গেছে, পাবলিক পরীক্ষার জন্য কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও তা মানতে চান না মালিকরা। তারা কখনো গোপনে কখনো প্রকাশ্যেই কোচিং খোলা রাখেন। এমন হাজারো নিদর্শন আছে। নিষেধাজ্ঞা না মেনে কোচিং খোলা রাখা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও কোচিং মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির কম। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়টি মনিটির করার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না। অনেক সময় ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাকে ডগাতেই নিষেধাজ্ঞা না মেনে খোলা রাখায় হয় কোচিং।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।