বিজ্ঞাপন প্রতিবেদন : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১' এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এমপিওভুক্ত শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: আটঘর উচ্চ বিদ্যালয়
পদের বিবরণ:
(১) কম্পিউটার ল্যাব অপারেটর- ১ জন
২। আয়া - ১ জন
৩। অফিস সহায়ক – ১জন
৪। পরিচ্ছন্নতাকর্মী - ১ জন
শিক্ষাগত যোগ্যতা: ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এই- এসএসসি/সমমান। এইচএসসি/সমমানসহন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষাজীবনে ১টির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। ২নং ৩নং ৪নং পদে শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/ সমমান।
বেতন: ১নং পদে (বেতন ৯,৩০০-২২,৪৯০/-, গ্রেড ১৬) ২নং ৩নং ৪নং পদে (বেতন ৮,২৫০-২০,০১০/-, গ্রেড-২০)
বয়স: সকল পদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর
সকল শূন্য পদের ধরন: এমপিও
আবেদন প্রক্রিয়া: সকল পদের জন্য আবেদন ফি ১০০০ টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার, সকল প্রয়োজনীয় কাগজপত্রসমূহ : সকল একাডেমিক সনদ, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য ডকুমেন্টের সত্যায়িত কপি ও সদ্য তোলা ৩ কপি ছবিসহ প্রধান শিক্ষক বরাবর অফিস চলাকালীন সময়ে আবেদন করতে হবে।
আবেদনের সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
যোগাযোগ: প্রধান শিক্ষক, আটঘর উচ্চ বিদ্যালয়, পোস্ট: চাঁদপুর, উপজেলা: সালথা, জেলা: ফরিদপুর