আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় একাদশ শ্রেণির নবাগত প্রায় ২২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয়; বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।
এতে আরো বলা হয়, ২০২২ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২২৭৭ জন জিপিএ ৫.০০ অর্জন করেছে। আন্তঃক্যান্টনমেন্ট কলেজ ‘গণিত অলিম্পিয়াড’ ও ‘সাধারণ জ্ঞান' প্রতিযোগিতা-২০২৩ এ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ উভয়টিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) ও ভলিবল (মহিলা) প্রতিযোগিতা-২০২৩ এ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ চ্যাম্পিয়ন এবং আন্তঃকলেজ ক্রিকেট (পুরুষ), হ্যান্ডবল (মহিলা) ও ভলিবল (পুরুষ) প্রতিযোগিতায় রানার আপ হয়। আন্তঃক্যান্টনমেন্ট কলেজ ফুটবল (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতায় উভয়টিতে চ্যাম্পিয়ন, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ইংরেজি ভার্সনে চ্যাম্পিয়ন এবং বাংলা ভার্সনে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটি ১৯৬০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলেও জানানো হয়।