রাজধানীর আদমজী ক্যান্টমেন্ট কলেজে এইচএসসি পরীক্ষা ২০২৪-এ এবারো সব পরীক্ষার্থী পাস করেছেন। আর এ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৬ জন।
মঙ্গলবার বেলা ১১টায় ফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। ফল ঘোষণার পর কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কলেজে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বিগত বছরগুলোর মতো এ বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বছর সব বিষয়ে অংশগ্রহণ করা পরীক্ষার্থী ২ হাজার ৪১১ জন। পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হয়েছেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শতভাগ পাসসহ সর্বমোট ২ হাজার ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। যা সার্বিক বিবেচনায় দেশ সেরা ফলের অন্যতম।
ফলাফল প্রকাশের দিন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কলেজগুলোর মধ্যে মোট সাতবার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা লাভ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০০০ ও ২০২৪ খ্রিষ্টাব্দে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি।