আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অডিটোরিয়ামে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। গত শনিবার কলেজ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টরের অন্যতম কমান্ডার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসউদ্দিন আজাদ। তিনি তার বক্তব্যে গণহত্যা ও মুক্তিযুদ্ধের সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন এবং সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে জাতির জন্য নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয়ে দেশের জন্য কাজ করার প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সোহাগ আলী।