ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী। একাদশ শ্রেণির নবাগত প্রায় দুই হাজার শিক্ষার্থীর এ আনুষ্ঠানিকভাবে বরণে করে নেয়া হয়।
জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ১৯৬০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা- এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।
কলেজটি লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৩১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করে। তাদের মধ্যে ২ হাজার ১৪৮ জন জিপিএ-৫ অর্জন করেছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজগুলোর মধ্যে মোট পাঁচবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে প্রতিষ্ঠানটি। স্নাতক, স্নাতকোত্তর ও বিবিএ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে তিনবার সেরা দশে স্থান লাভ করে। যা কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা এনে দিয়েছে।